বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৪ জুলাই ২০২৪ ২২ : ৪৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে ঘুরে দাঁড়াল ভারত। রবিবাসরীয় রাতে জিম্বাবোয়েকে ৪২ রানে হারিয়ে সিরিজ পকেটে পুরে নিল শুভমন গিলের তরুণ ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ জয় টিম ইন্ডিয়ার। ম্যাচের সেরা শিবম দুবে। দলের প্রয়োজনে ব্যাটে এবং বলে জ্বলে উঠলেন ভারতীয় অলরাউন্ডার। ২টি ছয় এবং চারের সাহায্যে ১২ বলে ২৬ রান করার পাশাপাশি বল হাতে দু'উইকেট তুলে নেন। তারমধ্যে রয়েছে ডিয়ন মায়ার্সের গুরুত্বপূর্ণ উইকেট। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান তোলে ভারত। জবাবে ১৮.৩ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। ভারতের সর্বোচ্চ রান সঞ্জু স্যামসনের। ৪৫ বলে ৫৮ রান করেন। তাঁর ব্যাটে ভর করেই লড়াই করার মতো রানে পৌঁছয় ভারত। বল হাতে জয়জয়কার বাংলার মুকেশ কুমারের। ৩.৩ ওভার বল করে ২২ রানে ৪ উইকেট তুলে নেন।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় জিম্বাবোয়ে। শুরুতেই ব্যাটিং বিপর্যয়। আগের ম্যাচে ওপেনিং জুটিতেই জয়সূচক রানে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু এদিন ব্যর্থ যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিল। ৪০ রানে ৩ উইকেট হারায় ভারত। ফিরে যায় টপ অর্ডার। ১২ রানে আউট হন যশস্বী। ১৩ করেন শুভমন। রান পাননি অভিষেক শর্মাও (১৪)। দলের প্রয়োজনের সময় হাল ধরেন সঞ্জু স্যামসন। ৪৫ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তারমধ্যে ছিল ৪টি ছয়, ১টি চার।
গুরুত্বপূর্ণ রান যোগ করেন রিয়ান পরাগ (২২), শিবম দুবে (২৬)। নির্ধারিত ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে ভারত। রান তাড়া করতে নেমে ব্যর্থ জিম্বাবোয়ের ব্যাটিং অর্ডার। মারুমানি (২৭) এবং মায়ার্স (৩৪) ছাড়া কেউ রান পায়নি। আবার ব্যর্থ জিম্বাবোয়ের মিডল অর্ডার। শেষদিকে ২৭ রান যোগ করেন ফরাজ আক্রম। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৮.৩ ওভারে ১২৫ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। হার দিয়ে সিরিজ শুরু করলেও দুরন্ত কামব্যাক শুভমনদের। সিকান্দর রাজাদের উড়িয়ে দাপটের সঙ্গে বিদেশের মাটিতে সিরিজ জয় ভারতের জুনিয়রদের।
নানান খবর
নানান খবর

রোগ বাসা বেঁধেছে শরীরে, নিজের যত্ন নেওয়ার জন্য নেইমারদের প্রাক্তন হেডস্যর তিতে নিলেন এই সিদ্ধান্ত

হাত মেলাতে গিয়ে উত্তেজিত হয়ে সতীর্থের কপালে চাপড়, পিএসএলে একি কাণ্ড!

অ্যাশেজ হলেই সেরাটা বেরিয়ে আসত, সেই অজি ওপেনার কিথ স্ট্যাকপোল প্রয়াত

যত কাণ্ড পিএসএলে, উইকেট পেয়ে আনন্দ প্রকাশ করতে গিয়ে সতীর্থকেই আঘাত করে বসলেন এই ক্রিকেটার

পহেলগাঁওয়ে জঙ্গিহানা নিয়ে মুখ খুললেন প্রথম পাকিস্তানি ক্রিকেটার, কী বললেন হাফিজ?

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা